`ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ’
শহীদ কামারুজ্জামানের শেষ রচনা।
কারাপ্রকোষ্ঠের নিঃসঙ্গ ও নিরানন্দ সময়গুলোতে তিনি এমন একটি দীর্ঘ লেখার প্রেরণা ও মানসিক স্থিরতা কীভাবে পেলেন, তা বিস্ময়করই বটে। লেখাটি শুরু হয়েছে পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলা অঞ্চলের পরাধীনতার সূচনাকালের বিবরণ দিয়ে। তারপর তিনি সংক্ষেপে ধারাবাহিকভাবে বিবরণী টেনেছেন ব্রিটিশ শাসনামলে মুসলমানদের স্বাধিকার আন্দোলনগুলোর। এরপর ব্রিটিশ শাসনামলের শেষদিক থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত মোটামুটি কোথাও সংক্ষিপ্ত কোথাও বিস্তৃতভাবে জাতীয় রাজনীতির একটি স্কেচ এঁকেছেন।
abubacker
Amazing Story! You will LOVE it
abubacker
Amazing Product